পাবনা সদরের শালাইপুর কবরস্থানের সামনে এক মর্মান্তিক বাইক এক্সিডেন্ট
নিউজ ডেস্ক
আজ সকাল ১১ ঘটিকার সময় গয়েশপুর ইউনিয়নের অন্তর্গত শালাইপুর কবরস্থানের সামনে এক মর্মান্তিক বাইক এক্সিডেন্ট ঘটে। বাইক চালক এক বৃদ্ধা কে বাঁচাতে গিয়ে নিজেই নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান ঘটনা স্থানেই তার নাক,মুখ দিয়ে রক্ত প্রবাহিত হয় এবং তিনি অঙ্গান হয়ে যায়।
সেখানে অনেক মানুষ থাকা সর্তেও করোনার ভয়ে তাকে সাহায্য করেনি। কিন্তু এই মর্মান্তিক ঘটনা দেখে থেমে থাকেনি সেচ্ছাসেবী সংগঠন Team 18 এর সভাপতি মো: সাদির মল্লিক। তার তত্বাবধায়নে আহত ব্যাক্তিকে পাবনা সদর হাসপাতালে নিয়ে যায় Team 18 এর সদস্যরা। তাকে হসপিটালে ভর্তি করার পরে তার পরিবারের কাছে তাকে এবং মোবাইল ফোন সহ তার মোটরসাইকেল হস্তান্তর করা হয়। এই সম্পর্কে Team 18 এর সভাপতির কাছে জানতে চাইলে তিনি বলেন, “আমি ঘটনা স্থলে ছিলাম সে আহত হলেও কোনো মানুষ তাকে করোনার ভয়ে কেউ সাহায্যর হাত বাড়িয়ে দেয়নি কিন্তু আমরা তাকে হসপিটালে নিয়ে গিয়ে চিকিৎসার ব্যাবস্থা করেছি কারন আমাদের Team 18 নিজেদের চিন্তা করে না আমরা চিন্তা করি দেশের অসহায় মানুষদের জন্য।