নাটোরের বড়াইগ্রামে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত, অর্ধশতাধিক আহত
নাটোরের বড়াইগ্রামে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত এবং অর্ধশতাধিক আহত হয়েছে। শনিবার সকাল এগারটায় বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভার গাজী অটো রাইস মিলের সামনে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় ঢাকা থেকে ছেড়ে আসা ন্যাশনাল ট্রাভেলস এবং বনপাড়া থেকে ছেড়ে যাওয়া সিয়াম ট্রাভেলসের সাথে সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলে ৬জন নিহত হয় এবং অর্ধশতাধিক আহত হয়।
বনপাড়া হাইওয়ে থানা পুলিশ এবং বনপাড়া ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেন।